দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কালীপুজোর রাতে বিধ্বংসী আগুন নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকায় ৫-৬টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় দীর্ঘক্ষণ দমকলের কোনও ইঞ্জিনই ঢুকতে পারেনি নিবেদিতা পল্লিতে।পরে ঘুর পথে দমকলের একটি ছোট ইঞ্জিন কোনও ক্রমে পৌছায় ঘটনাস্থলে।
জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ এই আগুন লাগে। ঘনজনবসতিপূর্ণ এলাকা হওয়ায় উদ্বেগে পুলিশ। সম্ভবত বাজি কিংবা সিলিন্ডার থেকে এই আগুন লাগতে পারে, অনুমান পুলিশ ও দমকলের। যদিও বেশ কিছুক্ষণের চেষ্ঠায় আগুন এখন নিয়ন্ত্রণে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।