নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সামসেরগঞ্জে জামাআতে ইসলামী হিন্দের উদ্যোগে ও হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় তৈরি হচ্ছে একটি মেডিক্যাল সেন্টার। রবিবার তার ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক।
জানা গেছে, এদিন জামাআতে ইসলামী হিন্দের সামসেরগঞ্জ ব্লকের উদ্যোগে এবং হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলায় মেডিক্যাল সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করে কাজ শুরু হয়। আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন উপস্থিত ছিলেন সেক্রেটারি হালকা মসিউর রহমান, জেলা নাজিম মোঃ মুত্তালিব, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর রাজ্য কো অর্ডিনেটর মাসুদ আলম, রাজ্য শিক্ষা বিভাগের সহ সম্পাদক আব্দুল আযিয সহ বিভিন্ন নেতৃবৃন্দ।