দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আমেরিকার ফ্লোরিডায় একটি আবাসন ধসে পড়ার ঘটনা কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে। বুধবার ভোরে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ভবনটি। ঘটনায় প্রায় ৩৪ জন ইজরাইলী নিখোঁজ হয়েছে বলে খবর। তবে নিখোঁজের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনের অন্য বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানো হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬ টার দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই আবাসনটি। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। এই ভবনটিতে বহু মানুষ থাকতেন। তবে নিখোঁজ ২০ জন ইহুদিবাদীই অধিকৃত ফিলিস্তিনের অধিবাসী ছিলেন। তবে বেসরকারি মতে নিখোঁজের সংখ্যা আরও বেশি।
ইজরাইলী দৈনিক ইয়াদিয়ুত অহরোনুৎ নিখোঁজ ইসরাইলিদের সংখ্যা ৩৪ জন বলে জানিয়েছে। তবে ইজরাইলী বার্তা সংস্থা আই-২৪ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় খবর অনুসারে ভবন ধসে যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন ইসরাইলের নাগরিক। মায়ামিতে তেলআবিবের কনসাল জেনারেল মভার আলবাজ এ বিষয়ে জানান, নিখোঁজ ইসরাইলিরা আমেরিকার অধিবাসী ছিলেন।
মার্কিন বার্তা সংস্থার খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ৫৫টি ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষকে ওই ভবন থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে কি কারণে ৪০ বছরের পুরনো এই ভবনটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।