Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভা কেন্দ্রে বিজেপি-তে ভাঙন ধরিয়ে ৬৭০ জনের যোগদান তৃণমূলে

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরায় তৃণমূল রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার পর থেকেই দেখা দিয়েছে বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিধানসভায় ভাঙল ধরাল তৃণমূল।

সোমবার মুখ্যমন্ত্রী বিপ্লবের বিধানসভা কেন্দ্র বনমালীপুর থেকে ৬৭০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। উল্লেখ্যযোগ্য নেতাদের মধ্যে ব্লক বিজেপি-র প্রাক্তন সভাপতি নান্টু সাহা তাঁর অনুগামীদের নিয়ে যোগ দেন তৃণমূলে।

বনমালীপুর বিধানসভা এলাকায় এক অস্থায়ী কার্যালয়ে এই যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানেই তৃণমূল যুবনেত্রী জয়া দত্ত, পারমিতা সেন, সুজাতা মণ্ডল ও শক্তিপ্রসাদ শর্মার হাত ধরে বিজেপি নেতারা তৃণমূলে নাম লেখালেন।

সোমবারই বিপ্লব-সুদীপ দ্বন্দ্ব মেটাতে আগরতলায় এসেছেন বিজেপি-র তিন শীর্ষ নেতা। তাঁরা ত্রিপুরায় দলের সংগঠনের হাল ফেরাতে বিবাদমান দুই শিবিরের সঙ্গেই বৈঠক করবেন বলেই খবর। যে দিন বিজেপি নেতৃত্ব অভ্যন্তরীণ সমস্যা মেটাতে উদ্যোগী হলেন, সে দিনই সকালে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে ভাঙন ধরাল বাংলার শাসকদল।

 

Leave a Reply

error: Content is protected !!