Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ছাদ থেকে ফেলে খুন সিএএ-এনআরসি বিরোধী আনিস খানকে

হাওড়া, ১৯ ফেব্রুয়ারি: এক ছাত্রনেতাকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল হাওড়ার আমতায়। স্থানীয় সারদা দক্ষিণ খাঁপাড়ায় আনিস খান নামে ২৮ বছর বয়সী ওই যুবককে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছিলেন আনিস। এমবিএ করেছেন সেখান থেকে।

আনিসের বাবা সালাম খান জানান, শুক্রবার রাত ১টা নাগাদ ৪ জন পুলিশ বাড়িতে আসে। তাদের মধ্যে একজনের পরনে ছিল পুলিশের পোশাক এবং বাকি ৪ জনের পরনে সিভিক ভলান্টিয়ারের পোশাক। তাদের প্রত্যেকের হাতেই ছিল বন্দুক। এরপর কোনও কথা না শুনেই সটান বাড়ির ভিতরে চলে যায় তাদের মধ্যে ৩ জন। আর একজন সালাম খানের উপর বন্দুক ঠেকিয়ে বাড়ির নিচেই দাঁড়িয়ে থাকে। এরপর হঠাৎই ছাদ থেকে নিচে পড়েন তাঁর ছেলে। তাঁর অভিযোগ, উপরে গিয়ে কোনওভাবে আনিসকে মেরে ছাদ থেকে ফেলে দিয়েছে ওই ৩ জন পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, আনিস এলাকার একজন প্রতিবাদী যুবক ছিলেন। পাড়া-প্রতিবেশীর সব সমস্যায় এগিয়ে আসতেন। পড়াশোনাতেও বেশ ভালো ছিলেন বলেই জানা যায়। আগে বাগনান কলেজে পড়ার সময় এসএফআই করতেন আনিস। পরে আইএসএফে যোগ দেন বলে দাবি। আনিস খানের ভাই বলেন, “বাবা দরজা খুলতেই একজন বাবাকে ধমকি দিল বন্দুক ঠেকিয়ে। বলছে আপনার ছেলের নামে অভিযোগ আছে। বাবা বলে ছেলে নেই। ওরা বলল, দেখেছি আধ ঘণ্টা আগে ঢুকেছে। ছেলেকে ডেকে দিন। এরপরই একজন বাবাকে আটকে রাখে। তিনজন উপরে চলে যায়। দু’ থেকে তিন মিনিটের মধ্যে টেনে নিয়ে এসে উপর থেকে ফেলে পালিয়ে গেল ছুটে।”

Leave a Reply

error: Content is protected !!