Sunday, December 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যত কাণ্ড মোদীর ৯ মিনিটে! মশাল নিয়ে কারসাজি, আগুনে মুখ পুড়ল যুবকের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রবিরার ৯ মিনিটের জন্য দেশবাসীকে ঘরের আলো নিভিয়ে প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর আবেদন করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু এসব করতে গিয়ে নিজের মুখেই আগুন ধরিয়ে ফেললেন এক যুবককে।

সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক রাস্তায় বেরিয়েছেন হাতে একটি ছোট মশাল নিয়ে। তিনি মুখ থেকে স্পিরিটের মতো কিছু সেই মশালে ছিটিয়ে দিচ্ছেন, ফলে আগুন বড় হয়ে উঠছে। প্রথম বার কোনও বিপত্তি ছাড়াই তিনি এই খেলা দেখান। কিন্তু পরের বার করতে গিয়েই বিপত্তি!

দ্বিতীয় বার যেই ওই যুবক মশালের আগুনে স্পিরিট ছিটিয়ে দেন সেই আগুন ঘুরে এসে তাঁর মুখ পর্যন্ত পৌঁছে যায়। মুখের কিছুটা অংশ স্পিরিটে ভিজে থাকায় তাতে আগুন জ্বলতে শুরু করে। ভিডিয়োটি বাড়ির ছাদ থেকে মোবাইলে রেকর্ড করা হয়েছে। তবে এটি ঠিক কোন জায়গার ঘটনা, তা জানা যায়নি।

Leave a Reply

error: Content is protected !!