দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আপনার আধার কার্ড ভুয়ো নয় তো? নিজেই দেখে নিন মাত্র ৩০ সেকেন্ডে। বাড়িতে বসেই দেখতে পারবেন আপনার আধার কার্ড বৈধ কিনা।
আধার কার্ড যাচাইয়ের প্রক্রিয়া
১) ইউনিক আইডেন্টিটিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in–তে যান।
২) তারপর ‘Aadhaar Services’-র নীচে থাকা ‘Verify an Aadhaar Number’ বেছে নিন। সেই লিঙ্কে ক্লিক করে আধার কার্ড যাচাই করতে পারবেন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে। ১২ ডিজিটের আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা দিয়ে ‛Procced And Verify Aadhaar’-তে ক্লিক করুন।
৪) নয়া একটি পেজ খুলে যাবে। আপনার আধার নম্বর যদি বৈধ হয়, তাহলে আপনার আধার নম্বর দেখাবে এবং আপনার আধার নম্বর Exists দেখাবে। পাশে লেখা থাকবে ‘Aadhaar Verification Completed’।