Monday, September 16, 2024
Latest Newsদেশফিচার নিউজ

জনসংখ্যায় ভারসাম্য নষ্ট হওয়ার জন্য দায়ী আমির খানরা, বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অভিনেতা আমির খানের বিবাহ-বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুধীর গুপ্তা। বললেন, আমিরের মতো লোকের জন্যই দেশের জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়। মধ্যপ্রদেশের মন্দসৌর লোকসভা কেন্দ্রের সাংসদ এও বললেন, ‘যারা বলে আমির খানের ডিম বেচা ছাড়া অন্য কাজ করার মস্তিষ্ক নেই, তারা ঠিকই বলে।’

সদ্য কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন আমির। কোনও ঝগড়াঝাঁটি, কেচ্ছা কেলেঙ্কারি নয়, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে দু’জনের। মিলিত বিবৃতিতে তাঁরা এও জানিয়েছেন, বিচ্ছেদ হলেও সম্পর্ক খারাপ হয়নি তাঁদের। সন্তান আজাদ রাও খানের খেয়াল রাখবেন দু’জনেই। একসঙ্গে কাজ করতেও আপত্তি নেই কারও। কিরণের আগে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও বিবাহ-বিচ্ছেদ হয়েছিল আমিরের। এ নিয়ে সুধীর গুপ্তা বলে বসলেন, ‘আমির প্রথম স্ত্রী রিনা দত্তকে দুই সন্তান সহ ছেড়ে দিয়েছিলেন। এক সন্তান সহ কিরণ রাওকে ছেড়ে দিলেন। দাদু হওয়ার বয়সে এখন আবার তৃতীয় বউ খোঁজার চেষ্টা করছেন।’

গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিজেপি সাংসদ আরও বলেন, দেশভাগের সময় পাকিস্তানের দিকে একটা বড় অংশের জমি চলে গেলেও সেই অনুপাতে মানুষ যায়নি, বরং এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতের জনসংখ্যা দিনে দিনে ১৪০ কোটিতে পৌঁছলেও জমি আর বাড়েনি। এই ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে দায়ী আমিরের মতো লোকরাই।

Leave a Reply

error: Content is protected !!