দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদীর দলের নেতারা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির বিষয়ে কথা বলে আসলে একটি জনগোষ্ঠীর বিরুদ্ধে চক্রান্ত করতে চাইছেন। কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুসলিমরা ভারত দখল করে নেবে এই ভয়ের কোনও ভিত্তি নেই।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী নোবেলজয়ী গবেষক এস্থার ডুফ্লো মিলে একটি বই লিখেছেন, যার নাম ‘গুড ইকনোমিকস ফর হার্ড টাইম’। সেই বইয়ের উদ্বোধনে কলকাতায় সংখ্যালঘুদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, শাসক দলের ঘনিষ্ঠ মহল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির কথা বলে সকলকে সতর্ক হতে বলা হচ্ছে।
তিনি বলেন, ‘বলা যায়, সংখ্যালঘুদের পুরো গোষ্ঠীই আপেক্ষিক ভাবে অর্থনৈতিক ও শিক্ষাগত ভাবে বঞ্চিত।’ তিনি জানান, ‘আপনারা ভয় পাচ্ছেন অন্য গোষ্ঠী বেশি শক্তিশালী হয়ে পড়বে। কিন্তু এখানে সেটা বাস্তবানুগ নয়। আমি মনে করি না এখানে এমন কোনও সত্যি ভয়ের কারণ আছে যে মুসলিমরা দেশ দখল করে নেবে।’
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন