দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে বজ্রাঘাতে মৃত্যুমিছিল। বজ্রাঘাতে রাজ্যের ৮ জেলায় ৩২ জনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতিতে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে আজ দেখা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার মুর্শিদাবাদের বহরমপুর ও রঘুনাথগঞ্জে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেলা ১২ টা নাগাদ বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে রওনা দেবেন তিনি। প্রথমে তিনি পৌঁছবেন বহরমপুরে। সেখান থেকে গাড়িতে চড়ে যাবেন বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরারি ও অভিজিৎ বিশ্বাসের বাড়ি।
এরপর কপ্টারে রঘুনাথগঞ্জের উদ্দেশে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে কলকাতা রওনা দেবেন তিনি।
মুর্শিদাবাদে ৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রশাসনের তরফে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করা হয়। শুধুমাত্র জঙ্গিপুর বিধানসভা এলাকাতেই মৃত্যু হয়েছে ৭জনের। ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন।