Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেন প্রায় ১০০ জন! ছাড়া পেয়ে চাঞ্চল্যকর অভিযোগ বন্দিদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুপ্রিমকোর্টের রায়ের পর করোনা উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে অসমের তেজপুর ডিটেনশন ক্যাম্প থেকে ৫৩ জন বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে। শিলচর ডিটেনশন ক্যাম্প থেকে প্রায় ২০ জন এবং কোকরাঝাড়, গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্প থেকে প্রায় ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০। যাদের দুবছর পূর্ণ হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আরও ৮ জনকে মুক্তি দেওয়া হয়।

বাক্সা জেলার কদম আলি, মুকশেদ আলি, উন্নতি বেগম, সত্যসাধু সূত্রধর, সানমোহন মণ্ডল, নারায়ণ দাস, সুশীল দাস এবং অমরী দাসকে মুক্তি দেওয়া হয়। রাজ্যে ৬টি ডিটেনশন ক্যাম্পে ৯৮৮ জন বন্দী ছিলেন। তার মধ্যে ২৮ জনের ক্যাম্পেই মৃত্যু হয়েছে। মুক্তি পাওয়ার পর বন্দীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন তাঁদের ঠিকমতো খাওয়া দাওয়া, চিকিৎসা কিছুই করা হয়নি। অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য করা হয়েছিল।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!