Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

লজ্জার মাথা খেলেন এবিপি নিউজের সঞ্চালক! বললেন ১০০ টাকায় পেট্রোল কেনার উপকারিতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এই দাম বৃদ্ধির কারণে দেশের আমজনতা ও বিরোধীদের কটাক্ষের শিকার হচ্ছে মোদী সরকার। ভারতে পেট্রোলের দাম সেঞ্চুরি মারলেও পাকিস্তানে ৫১ টাকা, বাংলাদেশে ৭৬ টাকা, শ্রীলঙ্কায় ৬০ টাকা ও নেপালে মাত্র ৬৮ টাকায় পেট্রোল পাওয়া যাচ্ছে।

এদিকে সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এবিপি নিউজের সঞ্চালককে বলতে দেখা যাচ্ছে, পেট্রোলের মূল্যবৃদ্ধির কারণে আপনারা রাগান্বিত হচ্ছেন যে, কেন ৩০ টাকার পেট্রোল ৯০ থেকে ১০০ টাকায় কিনতে হচ্ছে। কিন্তু একটা সত্যি এটাও যে, এই মুনাফা থেকে সরকার আপনাদের জন্যই খরচ করে। সেটা ইনফাস্ট্রাকচার হোক, উন্নয়নের কাজ হোক অথবা সামাজিক কোনও কাজই হোক।

ফেসবুক ব্যবহারকারী সৌরভ যাদব এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‛এটা একজন সঞ্চালক। তিনি ১০০ টাকায় পেট্রোল পাওয়ার উপকারিতা বয়ান করছেন। আর এদিকে বোকামি চলছে।’ উল্লেখ্য, বিজেপিকে সঠিক প্রমাণ করার জন্য পার্টি সমর্থিত কিছু নিউজ চ্যানেল যেকোনও পর্যায় পর্যন্ত যেতে পারে।

 

 

Leave a Reply

error: Content is protected !!