দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের শীর্ষ স্থানীয় নেতা তথা ক্যানসার বিশেষজ্ঞকে মাদুরাই এইমসের বোর্ডে নিয়োগ করা নিয়ে সরগরম তামিলনাড়ুর রাজনীতি। এক মহিলাকে হেনস্থা করার গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই তাঁকেই কিনা এইমসের বোর্ডে নিয়োগ করা হল! বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে শানমুগামকে মাদুরাই এইমসের বোর্ডে নিয়োগ করা হয়েছে।
অভিযোগ, লকডাউনের মধ্যে এক বৃদ্ধা মহিলাকে কদর্য ভাবে হেনস্থা করেছিলেন ডাক্তার সুব্বিআহ শানমুগাম। জানা গিয়েছে, চেন্নাইয়ে যে আবাসনে এই চিকিত্সক তথা এবিভিপি নেতা থাকেন সেখানেই তাঁর প্রতিবেশী বৃদ্ধার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। Pগাড়ি পার্কিং নিয়ে বচসা শুরু হয়।অভিযোগ তারপর ওই বৃদ্ধাকে শায়েস্তা করতে তাঁর দরজার গোড়ায় এক গাদা ব্যবহার করা মাস্ক ফেলে দেন বিদ্যার্থী পরিষদ নেতা। শুধু তাই নয়, বৃদ্ধার দোরগোড়ায় প্রস্রাবও করে দেন বলে অভিযোগ।