দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বারাণসীর সম্পূর্নানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে চারটি আসনে জয়লাভ করেছে কংগ্রেসের ছাত্রসংগঠন এনএসইউআই। ফলে আরএসএসের ছাত্র সংগঠন অখিল ভারতীয় ছাত্র পরিষদ (এবিভিপি) ন্যাক্কারজনকভাবে পরাজিত হয়েছে।
এনএসইউআইয়ের শিবম শুকলা এবিভিপি-র হর্ষিত পাণ্ডেকে বিপুল ব্যবধানে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চন্দন কুমার মিশ্র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া অবনীশ পাণ্ডে সাধারণ সম্পাদকের আসনে এবং রজনীকান্ত দুবে লাইব্রেরিয়ান পদে জয়ী হয়েছেন।
এনএসইউআইয়ের শিবম শুক্লা যেখানে ৭০৯টি ভোট পেয়েছেন, সেখানে এবিভিপির হর্ষিত পাণ্ডের ঝুলিতে এসেছে মাত্র ২২৪টি ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে চন্দন কুমার মিশ্র ৫৫৩ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অবনীশ পাণ্ডে ৪৮৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী গৌরব দুবে ৪২৪ ভোট পেতে সক্ষম হন। লাইব্রেরিয়ান পদে রজনীকান্ত দুবে ৫৬৭টি ভোট পেয়েছেন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী অজয় কুমার মিশ্র ৪৮২টি ভোট পেয়েছেন।
নির্বাচনী অফিসার অধ্যাপক শৈলেশ কুমার মিশ্র ফলাফল ঘোষণা করেন। এরপর উপাচার্য অধ্যাপক রাজারাম শুক্লা সংস্কৃত ভাষায় জয়ীদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর অধ্যাপক শুক্লা বলেন, বিতর্ক থেকে বিরত থাকতে বিজয়ী প্রার্থীদের ক্যাম্পাসে কোনও মিছিল বের করা উচিত নয়। এদিন বিজয়ী প্রার্থীদের পুলিশ নিরাপত্তায় তাদের বাড়িতে পাঠানো হয়। উল্লেখ্য, মাত্র ৫০.৮২ শতাংশ ছাত্রছাত্রী এই নির্বাচনে ভোট দিয়েছিল। অর্থাৎ, ১৯৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৯৯১ জন এই ভোটে অংশ নিয়েছিল। যার মধ্যে ছাত্র ছিল ৯৩১ এবং ছাত্রী মাত্র ৬০ জন।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন