Monday, December 23, 2024
Latest Newsদেশফিচার নিউজ

এবিভিপি-র আপত্তি, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে বাদ গেল অরুন্ধতী রায়ের লেখা বই

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
এবিভিপি-র আপত্তির জেরে সাহিত্যিক অরুন্ধতী রায়ের লেখা বই ‘ওয়াকিং উইথ দ্য কমরেডস’ পাঠ্যসূচি থেকে বাদ দিল তামিল নাডুর তিরুনেলভেলি জেলার মননমণিয়ম সুন্দরনর বিশ্ববিদ্যালয়। অরুন্ধতীর লেখা বইটির পরিবর্তে পাঠ্যসূচিতে পদ্মশ্রীপ্রাপ্ত প্রয়াত এম কৃষ্ণানের লেখা ‘মাই নেটিভ ল্যান্ড: এসেস অন নেচার’ বইটি অন্তর্ভুক্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অরুন্ধতী রায়ের লেখা বই সম্পর্কে আপত্তি জানিয়ে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে অভিযোগ জমা দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ২০১১ সালে প্রকাশিত বইটির মূল বিষয় মাওবাদী বনাম ভারত সরকারের সংঘর্ষ, যা এবিভিপি-র নজরে রাষ্ট্র বিরোধী। এই কারণে বিষয়টি খতিয়ে দেখতে বিভিন্ন বিভাগের ডিনদের নিয়ে বিশেষ কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আলোচনার পরে বইটির সংবেদনশীল বিষয়বস্তুর কারণে পাঠ্যসূচি থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে পৌঁছয় কমিটি, জানিয়েছেন উপাচার্য কে পিচুমানি। সংবাদমাধ্যমের হাতে আসা এবিভিপি-র অভিযোগপত্রে স্পষ্ট লেখা হয়েছে যে, বইটি পাঠ্যসূচিতে রাখা হলে তারা বিক্ষোভে নামবে। সেই কারণেই উপাচার্য জানান, ‘অতিমারী আবহে আমরা ছাত্রদের মধ্যে কোনও অশান্তি চাই না।’

 

Leave a Reply

error: Content is protected !!