Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

প্রধানমন্ত্রী দফতর থেকে নির্দেশ, বেসরকারি হাতে যাচ্ছে আরও ৪ রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজকোষে ঘাটতি, আর সেই ঘাটতি মেটাতে প্রধানমন্ত্রী দফতর থেকে নির্দেশ এল ৪টি ব্যাংকের বেসরকারিকরণের। আর এই ব্যাংক গুলি হলো, পাঞ্জাব, সিদ্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইউকো ব্যাঙ্ক ও আইডিবিআই।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী দফতর থেকে জারি হওয়া নির্দেশ অনুযায়ী, এই ব্যাঙ্ক গুলোতে সরকারের হাতে থাকা শেয়ার তাড়াতাড়ি বেসরকারি সংস্থার কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। চলিত অর্থ বছরের মধ্যেই সেই কাজ শেষ করতে চায় কেন্দ্র। মার্চের মধ্যে এই ব্যাঙ্ক গুলো চলে যাবে বেসরকারি সংস্থার কাছে।

অর্থমন্ত্রককে প্রধানমন্ত্রী দফতর থেকে এই কাজে গতি আনতে একটি চিঠিও দেওয়া হয়েছে। ব্যাঙ্কিং ব্যবস্থা থেকে ক্রমাগত কেন্দ্রের নিয়ন্ত্রণ হ্রাসের পদক্ষেপ হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাম হিসাবে অর্ধেকেরও বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বেশিরভাগ শেয়ার বেসরকারিকরণ করা হবে। এবং এই চারটি ব্যাংকের বেসরকারিকরণ তারই পদক্ষেপ।

চলতি বছর দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় বেশ পরিবর্তন হয়েছে। ২০২০ – র মার্চে ১০টি পাবলিক সেক্টর ব্যাঙ্ককে অন্য কয়েকটি ব্যাঙ্কের সঙ্গে একীভূত করেছে কেন্দ্রীয় মন্ত্রক। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্কের সঙ্গে জোট বাধে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিণ্ডিকেট ব্যাঙ্ক জোট বাধে কানারা ব্যাঙ্কের সাথে, ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া একীভূত হয় আন্ধ্রা ও কর্পোরেশন ব্যাঙ্কের সঙ্গে।

Leave a Reply

error: Content is protected !!