দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : খেজুরির তেঁতুলতলায় তৃণমূল সাংসদ শিশির অধিকারীর কনভয়ে হামলার ঘটনার ২৪ ঘণ্টা পরেও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। অভিযোগ, খেজুরির তেঁতুলতলার কাছে শিশির অধিকারীর কনভয়ের উপরে পাথর ছোড়ে এক দল দুষ্কৃতী। সেই ঘটনায় খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তবে এখনও পর্যন্ত এই মামলায় কেউ গ্রেফতার হননি।
কাঁথির এসডিপিও সোমনাথ সাহা জানিয়েছেন, “সাংসদ শিশির অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে, তার তদন্ত চলছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।” খেজুরির বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, ‘‘শিশির অধিকারীর উপরে যারা পাথর ছুড়েছে, তাদের গ্রেফতার করা হয়নি। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক।’’