দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপির দিল্লি শাখার সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অভিনেতা-রাজনীতিবিদ মনোজ তিওয়ারিকে। মঙ্গলবার বিজেপি জানিয়েছে, তার জায়গায় দায়িত্ব নেবেন রাজনীতিবিদ আদেশ কুমার গুপ্ত।
গত ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই সরে যেতে চেয়েছিলেন মনোজ। তবে বিকল্প না পাওয়া পর্যন্ত তাকেই দায়িত্বে রেখে দেয় বিজেপি। ২০১৬ সালে দিল্লি বিজেপি সভাপতি নিযুক্ত হন ৪৯ বছর বয়সী মনোজ তিওয়ারি।