দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাতের অন্ধকারে জেএনইউ ক্যাম্পাসে মুখঢাকা দুষ্কৃতিদের তাণ্ডব ও ছাত্রছাত্রী-শিক্ষকদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে নিজের অভিমত জানালেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। নিজের অভিমত জানাতে গিয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেন বরুণ ধাওয়ান। ৭ জানুয়ারি আসন্ন ছবি ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’-র একটি প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন বরুণ ধাওয়ান। সেখানেই সাম্প্রতিক এই হামলার নিন্দা করেছেন তিনি।
বরুণ বলেন, ‛আমার মনে হয়, আমরা এই ধরনের ইস্যুতে নিরপেক্ষ থাকতে পারি না। প্রত্যেকটা মানুষের এই ধরনের ঘটনার নিন্দা করা উচিত। একটা শিক্ষা প্রতিষ্ঠানে একদল লোক মুখ ঢেকে ঢুকে পড়বে, হামলা করবে, ভাঙচুর করবে, এটা মারাত্মক এবং অত্যন্ত দুঃখজনক।’ বরুণ আরও বলেন, সমবেতভাবে পদক্ষেপ নিতে হবে যাতে শান্তি ও স্থায়িত্ব ফিরে আসে। বরুণ ছাড়াও জেএনইউ-এর ঘটনার তীব্র নিন্দা করেছেন জোয়া আখতার, অনিল কাপুর ও আলিয়া ভাট।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন