Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

অতিরিক্ত কেন্দ্রীয় হস্তক্ষেপই কাল হল, মোদী–শাহদের দূষছেন বিজেপির রাজ্য নেতারা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল। অপ্রত্যাশিত এই ফলের জন্য শুরু হয়েছে দোষারোপের পালা। রাজ্য বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, অত্যাধিক কেন্দ্রীয় হস্তক্ষেপেই পশ্চিমবঙ্গে হারতে হয়েছে বিজেপিকে।

দিল্লি বিধানসভা নির্বাচনের পর ফের একবার বড় হারের মুখ দেখতে চলেছে বিজেপি। দিল্লি ও কলকাতা দুই জায়গাতেই শুনশান দলের কার্যালয়। বিজেপির রাজ্য নেতাদের কথায়, এই বিপর্যয়ের অন্যতম কারণ অত্যাধিক কেন্দ্রীয় হস্তক্ষেপ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে যাবতীয় সিদ্ধান্ত হয়েছে দিল্লিতে। সেখানে রাজ্যের নেতারা হাজির থাকলেও বহুক্ষেত্রে দলীয় কাঠামোর জন্য তাদের মত তেমন গুরুত্ব পায়নি।

এক বিজেপি নেতার কথায়, বিহার বা গুজরাতের মানুষের স্বপ্নের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন এক ভাবলে ভুল হবে। তাছাড়া ভোটপ্রচারে লাগাতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চাপা পড়ে গিয়েছিলেন রাজ্যের নেতারা। লোকসভা নির্বাচনে তাদের দেখে মানুষ ভোট দিলেও বিধানসভায় তার প্রভাব পড়েনি।

Leave a Reply

error: Content is protected !!