নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : হাতে থার্মাল স্ক্রিনিং যন্ত্র, সঙ্গে নিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। আর তা দিয়েই শহরের মানুষের শরীরের তাপমাত্রা মাপতে সদলবলে বেরিয়ে পড়েছেন তিনি। দলের কর্মীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। করোনা সচেতনতায় সাতসকালে এভাবেই বহরমপুরের রাস্তায় দেখা মিলল অধীর রঞ্জন চৌধুরীকে।
মুর্শিদাবাদ জুড়ে এমন উদ্যোগ নিয়েছে জেলা যুব কংগ্রেস। বুধবার সেই কর্মসূচিতে অংশ নেন তিনি। এদিন বহরমপুর শহরের বিভিন্ন মানুষের শরীরের তাপমাত্রা মাপেন তিনি। যাদের তাপমাত্রা বেশি তাদের পাঠিয়ে দেন ডাক্তারের কাছে। যাদের মুখে মাস্ক নেই, তাদেরকে পরিয়ে দেন মাস্ক। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি। তাঁর বক্তব্য, চারিদিকে তো প্রচুর ভার্চুয়াল হচ্ছে, কিছু একচুয়ালও হোক।
দেশ ও রাজ্যে যেভাবে দিনদিন করোনা সংক্রমণ হুহু করে বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভোট-নির্বাচন-রাজনীতি এখন সব জলাঞ্জলি যাক। এখন সময় সকলে মিলে করোনার মোকাবেলা করা। এই দুঃসময়ে সরকারের প্রতি সকলকে নিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।