দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : লজ্জার হাত থেকে বাঁচলেন সুনীলরা। নিজেদের থেকে ১০৩ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশের কাছে হারের দোরগোড়া থেকে কোনওরকমে ভারতকে বাঁচালো আদিল খানের শেষ মুহূর্তের দুরন্ত হেড। ফার্নান্দেজের কর্নার থেকে আদিল খানের হেডে বাংলাদেশের জাল যখন কাঁপলো তখন ম্যাচের বয়স ৮৮ মিনিট।
শেষমেশ কিছুটা ভাগ্যের জোরেই ১-১ স্কোরে শেষ হলো খেলা। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে অবস্থা যেদিকে যাচ্ছিল, বাংলাদেশ ১, ভারত ০ হলেও কিছু বলার থাকত না।
ম্যাচের ৪২ মিনিটের মাথায় সাদ উদ্দিনের হেড, যা স্তম্ভিত বিস্ময়ে, এবং নীরবে, দেখল গোটা স্টেডিয়াম। বাংলাদেশের ফ্রিকিকে অধিনায়ক জামালের শট আটকাতে গোল ছেড়ে এগিয়ে আসেন গুরপ্রীত। কিন্তু বলের ফ্লাইট মিস করেন তিনি। গুরপ্রীত মিস করলেও নজর রেখেছিলেন বাংলাদেশের স্ট্রাইকার সাদ উদ্দিন। অসামান্য হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। এগিয়ে যায় বাংলাদেশ।
এই জয়ের পর ভারতের জিতের ঘরে শূন্য, ড্রয়ের ঘরে দুই। ফলস্বরূপ, গ্রুপ ই-তে বর্তমানে চতুর্থ স্থানে সুনীল ছেত্রীর দল।