Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শাসন চলছে না পাগলামি? মেরঠের নাম বদলে হবে নাথুরাম গডসে নগর! প্রস্তাব যোগী সরকারের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যোগী সরকারের আজব সব প্রস্তাবে স্তম্ভিত গোটা দেশ। যোগী সরকার নতুন করে প্রস্তাব দিয়েছে মেরঠ শহরের নাম বদলে অন্য কিছু দেওয়া হবে। কিন্তু প্রস্তাবিত নাম শুনেই চমকে উঠেছে দেশের মানুষ। কারণ সরকারের দাবি, মেরঠের নাম বদলে রাখা হবে পণ্ডিত নাথুরাম গডসে নগর।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

জায়গার নাম বদল করা নিয়ে বারবারই বিতর্ক তৈরি করেছে বর্তমান শাসকদল। তারা কখনও বদলে দিয়েছে মুঘলসরাই স্টেশনের নাম, কখনও প্রস্তাব রেখেছে আগ্রা শহরের নাম বদলে দেওয়ার। এবার নিশানায় মেরঠ শহর। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যাকারীর নাম কী করে এ দেশের একটি শহরের পরিচয় হতে পারে? উঠছে প্রশ্ন।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!