দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মনে করা হচ্ছিল, অযোধ্যায় রামমন্দিরের ভূমিপূজন যজ্ঞে নিমন্ত্রণই পাবেন না প্রবীণ দুই বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলিমনোহর যোশী। কিন্তু শনিবার বিকালে জানা যায়, রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আমন্ত্রণ জানাবে তাঁদেরও। ট্রাস্টের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানোর দায়িত্বে আছেন চম্পত রাই। সুপ্রিম কোর্টের নির্দেশে এই ট্রাস্ট গঠিত হয়েছে।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং জানিয়েছেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর যা ঘটেছিল, তার জন্য তাঁরা আদৌ অনুতপ্ত নন। ওই দিন করসেবকরা বাবরি মসজিদ ধ্বংস করেছিল। উমা ভারতী ও কল্যাণ সিং জানিয়েছেন, তাঁরা ভূমিপূজন অনুষ্ঠানে যাবেন। ওই অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।