Thursday, November 21, 2024
Fact CheckLatest Newsফিচার নিউজ

হলুদ মিডিয়ার পর্দাফাঁস! হেলিকপ্টার থেকে ঝুলতে থাকা সেই ব্যক্তি আসলে এক তালিবানি, লাগাচ্ছিল পতাকা

কাবুল, ০১ সেপ্টেম্বর: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও, যাতে দেখা যায় যে একটি হেলিকপ্টার থেকে ঝুলছে এক ব্যক্তি। ঘটনাটি কান্দাহারের বলে দাবি করা হয়। সেই ঘটনার পরই সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে তালিবানের অত্যাচারের নিদর্শন হিসেবে তুলে ধরা হয় ভিডিওটি।

হলুদ মিডিয়ার এই পর্দা ফাঁস হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী সেই ঝুলন্ত ব্যক্তি আদতে একটি তালিবানি পতাকা লাগানোর চেষ্টা করছিলেন একটি বহুতলের উপর। যদিও শেষ পর্যন্ত সেই ব্যক্তি সফল হননি। তবে ভাইরাল ভিডিয়োতে থাকা সেই ঝুলন্ত ব্যক্তি নাকি জীবিত এবং সুস্থ রয়েছেন।

এই ভিডিওটি নিয়ে ট্যুইট করেন আফগান সাংবাদিক বিলাল সরওয়ারি। বিলালের দাবি, এই হেলিকপ্টারটি কোনও তালিবান না, বরং ওড়াচ্ছিলেন এক আফগান সেনার প্রশিক্ষণ প্রাপ্ত পাইলট। সেই পাইলট আমেরিকা এবং সংযুক্ত আরব আমির শাহিতে প্রশিক্ষণপ্রাপ্ত। সেই পাইলট নাকি বিলালের পরিচিত।

পাইলট নিজে বিলালকে জানান, ঝুলতে থাকা সেই ব্যক্তি এক তালিবানি ছিল। সেই তালিব আদতে এক বহুতলের উপর তালিবানি পতাকা লাগানোর চেষ্টা করছিল। তবে তাতে সে বিফল হয়। উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর আফগানিস্তানে সাংবাদিকতা করা বিলাল বর্তমানে আফগানিস্তান ছেড়ে শরণার্থী হিসেবে কাতারে রয়েছেন। তালিবানি অত্যাচারের আশঙ্কায় পরিবার নিয়ে আফগানিস্তান ছাড়েন বিলাল।

 

Leave a Reply

error: Content is protected !!