Wednesday, December 4, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

আফগান মেয়েরা যাক বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ছেলেমেয়েদের একসঙ্গে পড়াশোনা নিষিদ্ধ: তালিবান

কাবুল, ৩০ আগস্ট: বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে। কিন্তু ছেলেমেয়েরা কোনও পরিস্থিতিতেই এক সঙ্গে লেখাপড়া করতে পারবে না। স্পষ্ট জানিয়ে দিল তালিবান। রবিবার কাবুলের একটি বিশ্ববিদ্যালয়ের কয়েক জন অধ্যাপক এবং পড়ুয়ার সঙ্গে বৈঠক করেন আফগানিস্তানের তালিবানি শাসনে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আবদুল বাকি হক্কানি। বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বাকি।

শিক্ষামন্ত্রী এ দিন বলেন, ‘‘আফগানরা উচ্চ শিক্ষা অবশ্যই চালিয়ে যেতে পারবেন। তবে শরিয়তি আইন মেনেই। ছেলে ও মেয়েরা এক সঙ্গে পড়াশোনা করতে পারবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘ইসলাম এবং রাষ্ট্রের ঐতিহ্য, সংস্কৃতি মেনে নতুন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’’ ২০০১ সালে তালিবানি শাসনের প্রথম পর্ব শেষ হওয়ার পর গত দুই দশক ধরে আফগানিস্তানে ছেলে-মেয়েদের এক সঙ্গে পড়াশোনা চালু ছিল সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে।

 

Leave a Reply

error: Content is protected !!