দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : অনেকেই অঘটন বলবেন, তবে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। রবিবার আফগান বোলারদের সামনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। আফগানিস্তানের দেওয়া ২৮৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২১৫ রানে শেষ হয়ে যায় ইংরেজদের ইনিংস। ৬৯ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় আফগানিস্তান।
এদিন প্রথমে ব্যাট করে ২৮৪ রান তোলে আফগানিস্তান। আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ শুরু থেকেই তাণ্ডব চালান। তিনি ৮০ রানের ইনিংস খেলেন। গুরবাজ ছাড়াও আফগান উইকেটরক্ষক ইকরাম আলিখিল ৫৮ রানের ইনিংস খেলেন। বাকি আফগান ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলে ৫০ ওভারে ২৮৪ রান তোলেন।