Friday, November 22, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

টি-২০ ক্রিকেটে ৩০০ উইকেটের ক্লাবে রশিদ খান

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : রশিদ খান আইপিএল-এর মতো জনপ্রিয় লিগে দারুন পারফর্ম করে নজর কেড়েছেন সবার। শুধু আইপিএল নয় বিভিন্ন দেশে হওয়া টি-টোয়েন্টি লিগে দারুন পারফর্ম করছেন রশিদ খান। আফগানিস্তানের মতো ছোট দলের তারকা হয়েও রশিদ খান অনবদ্য পারফরম্যান্স করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে এসেছে‌ন। সেই অনুযায়ী বিভিন্ন দেশে হওয়া টি-২০ লিগে বেড়েছে তার জনপ্রিয়তা। এই সব টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্স করে একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন রশিদ।

এবার নাম লেখালেন ডোয়েন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির, শাহিদ আফ্রিদিদের নিয়ে গড়া এলিট ক্লাবে‌। টি-টোয়েন্টি ক্রিকেটে অষ্টম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়ার বিপক্ষে ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলা লেগস্পিনার রশিদ খান এই রেকর্ড-এ নাম লেখান। এটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের ২১৩ তম ম্যাচ।

এ দিন আফগানিস্তানের মুহাম্মদ নবিকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার দিনে রশিদের বয়স ২১ বছর ৩৩৫ দিন। সবচেয়ে কম বয়সি বোলার হিসেবে এই রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সেই সঙ্গে এই রেকর্ডে নাম লেখাতে সবার চেয়ে কম ম্যাচও খেলেছেন। ৪৫৭ ম্যাচে ৪৯৯ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভো। মালিঙ্গা ৩৯০, সুনীল নারিন ৩৮২, ইমরান তাহির ৩৬৯, সোহেল তানভীর ৩৫৩, শাহিদ আফ্রিদি নিয়েছেন ৩৩৯ উইকেট।

Leave a Reply

error: Content is protected !!