দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তিন বছর আগে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে রাজু মাহালির ঘরে পাত পেড়েছিলেন অমিত শাহ। তখন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। রাজুর স্ত্রী গীতা রেঁধে খাইয়েছিলেন তাঁকে। সে দিন উঠোন, ঘরদোর ভরে ছিল বিজেপির লোকজনে। তার পর?
রাজু বলেন, ‘‘সেই যে এসে খেয়ে গেলেন, তার পর আর কেউ এল না। খোঁজও নিল না কেউ।’’ তাঁর আক্ষেপ, ‘‘আমাকে নিয়ে রাজনীতিই বেশি হয়েছে।’’ তাঁদের মতোই আর এক আদিবাসী পরিবারের বাড়িতে আজ খাবেন অমিত শাহ। বাঁকুড়া ১ ব্লকের আন্ধারথোল পঞ্চায়েতের চতুর্ডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়ি ঘিরে এখন তাই আগ্রহ তুঙ্গে।