দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপির সমালোচনা করার জেরে ‛বাংলা পক্ষ’র পেজ ডিলিট করল ফেসবুক, এমনটাই অভিযোগ ‛বাংলা পক্ষ’র । জানা যাচ্ছে, নিয়ম লঙ্ঘনের কারণ দেখিয়ে শনিবার আচমকাই পেজটি উড়িয়ে দেয় ফেসবুক। যদিও বাংলা পক্ষ জানাচ্ছে, তাদের পেজে এমন কোনও কন্টেন্ট ছিল না, যার জেরে ফেসবুকের নির্দেশিকা লঙ্ঘন হবে।
সংগঠনের সদস্য কৌশিক মাইতির কথায়, ‛‛আমাদের কাছে খবর আছে, বিজেপির নির্দেশে ফেসবুক আমাদের পেজ উড়িয়ে দিয়েছে। হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি বাংলা জাতির মধ্যে ভাষাগত জাতীয়তাবোধ সঞ্চার হ’তে দেখে ভয়ে কাঁপছে। তাই দলের কেন্দ্রীয় স্তর থেকে কৌশলে আমাদের ফেসবুক পেজ ডিলিট করে দিয়েছে।’’
বাংলা পক্ষের ফেসবুক পেজে ৩ লক্ষ সদস্য ছিল। জানা যাচ্ছে, পেজটিকে উদ্ধারের কাজ চলছে। কৌশিকের কথায়, ‛আমরা পেজটিকে উদ্ধারের চেষ্টা করছি। সংগঠনের বিশেষজ্ঞরা এই বিষয় নিয়ে কাজ করছে। এরপর ফেসবুককে গোটা বিষয়টি জানিয়ে কড়া ভাষায় চিঠি দেব। এখন বিজেপির কথায় ফেসবুক চলছে। ফলে, বাংলা এবং বাঙালিদের মধ্যে যে সচেতনতা গড়ে উঠছে, সেটা ওদের সহ্য হচ্ছে না। যদি আমরা এই পেজটা উদ্ধার করতে না-পারি, তখন বিকল্প কিছু ভাবতে হবে। তবে, আমরা মাঠে নেমে আন্দোলন করা মানুষ। কাজেই, হাজার চেষ্টা করে ওরা আমাদের দমাতে পারবে না।