দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্বশর্মাই! বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালকে কেন্দ্রে কোনও পদ দিতে পারে বিজেপি। শনিবার রাত পর্যন্ত বিজেপি সূত্রে এমনটাই খবর মিলেছে। আজ রবিবার গুয়াহাটির লাইব্রেরি অডিটোরিয়ামে বিজেপির পরিষদীয় দলের বৈঠক। সেই বৈঠকে নিজেদের নেতা হিসেবে হিমন্তকেই নির্বাচন করবেন বিজেপি বিধায়করা।
সর্বানন্দ সোনওয়াল না হিমন্ত বিশ্বশর্মা, অসমের মসনদে কে বসবেন, ভোটের আগে থেকেই তা নিয়ে দুই শিবিরের মধ্যে চাপা সংঘাত ছিল। সংঘাত মিটিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির করতে শনিবারই দুই প্রভাবশালী নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। রাজধানীতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের সাংগঠনিক নেতা বি এল সন্তোষ ও অন্য শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তাঁরা। তারপরই সোনওয়ালকে অসমের কুরসি ছাড়ার ব্যাপারে রাজি করিয়ে ফেলেন নাড্ডা-শাহরা। সূত্রের খবর, আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রের তরফে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তাঁর উপস্থিতিতেই হিমন্তকে নেতা নির্বাচন করবেন বিধায়করা। তারপরই আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে।