দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমার সরকার বিহারে এখনও পর্যন্ত নিজের মন্ত্রিসভা ঠিক করে সম্প্রসারিত করতে পারেনি, আর তার মাঝেই বিহারে বিজেপি জোটের মধ্যে গোষ্ঠী কোন্দল চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। এরই মাঝে লালুপুত্র তেজস্বীর শিবির সেখানে ফের একবার নির্বাচন করানোর দাবিতে সরব।
বিহারে বিজেপির সঙ্গে জেডিইউয়ের যাত্রাপথ খুব একটা সুখের হচ্ছে না। নীতীশ মন্ত্রিসভায় কারা মন্ত্রিত্বে থাকবেন,তা নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে দুই পক্ষের। এরই মাঝে লালুপুত্র তেজস্বী দাবি করেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিহারে একটি মিড টার্ম নির্বাচন খুব শিগগিরিই হবে।
বিজেপি চাইছে তাদের যুব নেতাদের এগিয়ে দিতে নীতীশ মন্ত্রিসভায়। সেক্ষত্রে শিক্ষা, জনস্বাস্থ্য সহ একাধিক তাবড় মন্ত্রকের দাবি জানিয়েছে বিহারে জেডিইউকে ছাপিয়ে যাওয়া বিজেপি। আর এই পরিস্থিতিতে নীতীশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ পিছিয়ে যাচ্ছে।
বিহারে ভোট পর্ব মিটতেই জয়ী বিধায়কদের সঙ্গে বহু আগেই বৈঠকে বসেন তেজস্বী। সেই সময়ই লালুপুত্র বলেছিলেন , যে আরজেডির কোনও বিধায়ক যেন সহজেই হাল না ছাড়েন, কারণ মন্ত্রী পদ নিয়েই এনডিএর অন্দরে কলহ বাঁধবে। আর তাতেই সরকার পড়বে।
তেজস্বী যাদবের পর বিহারের আরজেডির নেতা শিবানন্দ তিওয়ারিও বলেন, যে সম্ভবত বিহার এবার মিড টার্ম নির্বাচনের দিকে এগোচ্ছ। আর তার জন্যই তাঁর পার্টি তৈরি হতে শুরু করছে।