Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বাবরি ধ্বংসের পর আডবাণী-উমা ভারতীরা মিষ্টি বিলি করেছিলেন! আক্রমণ ওয়েসীর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার আজ রায় ঘোষণা। রায়ে সবাইকে বেকসুর খালাস করে দিয়েছে আদালত। আদালত বলেছে এটা পূর্বপরিকল্পিত নয়। আদালত এও বলেছে, অভিযুক্তরা চেষ্টা করেছিল করসেবকদের মসজিদ ভাঙা থেকে আটকাতে।

এহেন রায়ের পর মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী মন্তব্য করেছেন, ‛কতদিনের প্রস্তুতি লাগে কোনও ঘটনা হঠাৎ না ঘটানোর জন্য? আডবাণী-উমা ভারতী মিষ্টিমুখ করেছিলেন বাবরি মসজিদ ধ্বংসের পর। আডবাণী তৎকালীন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংহ-কে বলেন, আপনি ততক্ষণ পর্যন্ত পদত্যাগ করবেন না, যতক্ষণ না বাবরি ধ্বংস হয় হয়।’

 

Leave a Reply

error: Content is protected !!