Thursday, November 21, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

নির্বাচনে ভরাডুবির পর এবার ট্রাম্পকে ডিভোর্স দিতে চলেছেন স্ত্রী মেলানিয়া

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হোয়াইট হাউসকে বিদায় জানিয়ে এবার সাংসারিক ভাঙনের মুখে ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, নির্বাচনী প্রত্যাঘাত সামাল দেওয়ার আগেই এবার প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি তথা মেলানিয়া ট্রাম্পের ডিভোর্সের মুখে পড়তে চলেছে ট্রাম্প। এখন শুধুই ভাঙনের অপেক্ষা।

হোয়াইট হাউসের লড়াইয়ে পরাজিত হওয়ার পর এবার ১৫ বছরের বৈবাহিক জীবনেও ছেদ পড়তে চলেছে বিদায়ী মার্কিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অতীতে মেলানিয়ার সহযোগী হিসাবে কাজ করা তথা হোয়াইট হাউসের এক প্রাক্তন কর্মী জানাচ্ছেন এখন শুধুই সময়ের অপেক্ষা। সরকারি ভাবে ফলাফল ঘোষণার পরেই পাকাপাকি ভাবে ট্রাম্পের হাত ছাড়তে পারেন মেলানিয়া।

তবে স্বামী ট্রাম্পের পরাজয় কিংবা বাইডেনের জয়ের বিষয়ে এখনো মুখ খুলতে দেখা যায়নি প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। নির্বাচন নিয়ে মেলানিয়া কোনো কথা বলবেন না বলেই ধারণা হোয়াইট হাউসের কর্মকর্তাদের। অন্যিদিকে ২০১৬ সালের নির্বাচনে জয়লাভের পর যে উচ্ছ্বাস মেলানিয়ার চোখে মুখে ধরা পড়েছিল তা ভোটগণনা শুরু হতেই গত তিন দিনে কোথায় যেন উবে গিয়েছে বলে জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগীরা।

এমতাবস্থায় ট্রাম্প-মেলানিয়া ডিভোর্স নিয়েও জোর তরজা শুরু হয়েছে মার্কিন রাজ্য-রাজনীতিতে। মেলানিয়ার প্রাক্তন সহযোগী স্টেফানি ওলোকফের দাবি ইতিমধ্যেই ট্রাম্পের সম্পত্তিতে ছেলে ব্যারোনের অংশিদারিত্বের ব্যাপারেও আলোচনা করছেন মেলানিয়া। এদিকে ওয়াশিংটনে আসার আগে ব্যারেন স্কুল শেষের অপেক্ষায় নিউ ইয়র্কে পাঁচ মাসেরও বেশি সময় অপেক্ষা করে ছিলেন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি।

অনেকেরই মতে মেলানিয়া এখনও হোয়াইট হাউসে রয়েছেন তাঁর স্বামীর মুখ চেয়েই। তিনি বেরিয়ে গেলেই ইতি পর্বে গোটা অধ্যায়ে। এদিকে ভোটগণনায় কারপচুপির অভিযোগ তুলে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হওয়ারও হুশিয়ারা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাছোড়বান্দা ট্রাম্পদের দাবি, সঠিক ভাবে গণনা হল তার জয় কেউই ঠেকাতে পারত না। যদিও তার এই দাবির প্রেক্ষিতে এখনও বিশেষ কোনও উপযুক্ত প্রমাণও দাখিল করতে পারেননি তিনি।

 

 

Leave a Reply

error: Content is protected !!