দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: চলছে ভোট গণনা। নন্দীগ্রামে প্রথম রাউন্ড গণনার শেষে 1497 ভোটে এগিয়ে বিজেপির শুভেন্দু , পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের ২৯২ আসনে গণনা চলছে, দুটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট হয়নি। কার দখলে নীল বাড়ি? পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? গণনা কেন্দ্রের বাইরে মোতায়েন রাজ্য পুলিশ, ভিতরে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রথমে চলছে পোস্টাল ব্যালটের গণনা। পোস্টাল ব্যালটে চলছে কাঁটায় কাঁটায় টক্কর। নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু। তবে পোস্টাল ব্যালট দেখে ভোটের গতি প্রকৃতি বোঝা যাবে না। পোস্টাল ব্যালটে, লোকসভার তুলনায় উন্নতি তৃণমূলের। ইভিএম গণনা শুরু হচ্ছে, বোঝা যাবে নবান্নের লড়াই কোন দিকে এগোচ্ছে।