দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডের জেরে উত্তাল গোটা দেশ। এরই মাঝে বিহারের বক্সারে ফের দলিত মহিলাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। শুধু তাই নয়, অত্যাচারের পর ওই মহিলা ও তাঁর শিশু সন্তানকে দুষ্কৃতীরা খালে ফেলে দেয় বলেও পুলিশ সূত্রে খবর। শেষ পর্যন্ত ওই মহিলাকে বাঁচানো গেলেও, জলে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে খবর, বক্সারের ওঝা বারাও গ্রামে ব্যাঙ্কে যাওয়ার পথে ওই মহিলাকে ঘিরে ধরে এক দল দুষ্কৃতী। তারা ওই মহিলাকে অপহরণ করে। এর পর তাঁকে ধর্ষণ করে খালে ফেলে দেওয়া হয়। সেই সঙ্গে মহিলার ৫ বছরের সন্তানকেও জলে ফেলে দেওয়া হয়।