Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

সুন্দরবনের পর এবার কোচবিহারেও এইমস তৈরির প্রতিশ্রুতি শাহ-এর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সম্প্রতি নির্বাচনী প্রচারে এসে সুন্দরবনে এইমস তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই একই কথা। উত্তরবঙ্গের শীতলকুচির জনসভায় এদিন শাহ বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কোচবিহারে তৈরি করা হবে এইমস। সেখানেই উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন উত্তরবঙ্গের মানুষ।

পাশাপাশি, এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় তথা তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। অমিত শাহ অভিযোগ তোলেন, ‘বাংলায় তিনটি T কে মডেল করে সরকার চালায় তৃণমূল- তানাসাহি, তোলাবাজি এবং তুষ্ঠিকরণ।’ প্রধানমন্ত্রী বিকাশ, বিশ্বাস এবং ব্যাপাক এই তিনটি B-কে মডেল করে সরকার চালান, দাবি শাহের।

শুক্রবারের জনসভা থেকে প্রতিশ্রুতির ফুলঝুরি শোনা যায় শাহের মুখ থেকে। তিনি জানান, বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলা হবে। এছাড়াও প্রতিবছর উত্তবঙ্গের উন্নয়নের জন্য ২ হাজার কোটি টাকা দেওয়া হবে, আশ্বাস দেন শাহ। তিনি আরো বলেন, নারায়ণী সেনার স্মৃতি রক্ষা করতে রাজবংশীদের নিয়ে তৈরি করা হবে নতুন ব্যাটেলিয়ান। ২৫০ কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক তৈরির কথাও জানান তিনি। দু’দফায় যে ৬০টি আসনে ভোট হয়েছে তার মধ্যে ৫০টিতেই জিতবে বিজেপি, প্রত্যয়ী শাহ। তাঁর দাবি, যদি নন্দীগ্রামে মমতা পরাজিত হন সেক্ষেত্রে গোটা রাজ্যেই পরাজিত হবে তৃণমূল। একমাত্র বিজেপি-ই এই রাজ্যে অনুপ্রবেশ রুখতে পারে, দাবি করেন শাহ। পাশাপাশি উত্তরবঙ্গে চা পার্ক তৈরি করা হবে, দাবি তাঁর।

Leave a Reply

error: Content is protected !!