Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

তিন তালাক, রাম মন্দিরে শিলমোহর! এবার কি ইউনিফর্ম সিভিল কোডে নজর মোদী সরকারের?

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মোদী সরকার ২ ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক বিল পাশ করিয়ে যাচ্ছে। তিন তালাক বিল থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণ। এছাড়া সুপ্রিমকোর্টের রায়ের পর রাম মন্দির তৈরিতেও আর কোনও বাধা রইল না। এহেন পরিস্থিতিতে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, এবার কি ইউনিফর্ম সিভিল কোডে নজর মোদী সরকারের?

আরএসএস তথা সঙ্ঘ পরিবারের যে সব দাবি ছিল দীর্ঘদিন ধরে, সেসবই একের পরে এক কার্যকর করে চলেছে মোদী সরকার। এবার কি তবে সঙ্ঘ পরিবারের আরেক দাবি কার্যকরের লক্ষ্যে এগোবে কেন্দ্র? এদিকে জল্পনার আগুনে ঘি ঢেলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেই দিয়েছেন, ‛এবার সময় এসেছে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার।’ এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, বিজেপির অন্দরে এর জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!