দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডে তোলপাড় গোটা দেশ। এর মাঝেই বিহারের গয়ায় ধর্ষিত হয়ে দলিত কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠল। রাজ্যে বিধানসভা ভোটের মুখে এমন ঘটনা প্রকাশ্যে আসায় কিছুটা চাপে পড়ে গিয়েছে নীতীশ কুমার সরকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা-মা ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নাবালিকার দেহের ময়নাতদন্ত হয়েছে। তবে তার রিপোর্ট এখনও তদন্তকারী দলের হাতে আসেনি।