দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘খেলা হবে’ স্লোগান এবার পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নেই। ভাইরাল এই স্লোগানটি শুধু যে শুধুমাত্র শ্লোগান তা একেবারেই নয়। কার্টুনেও একই ভাবে জনপ্রিয়। শনিবার শুরু বিধানসভার প্রথমদফার ভোট।
তৃণমূল কংগ্রেসের এই স্লোগানটি প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, পশ্চিমবঙ্গের পর এবার আসামের নির্বাচনেও বেশ জনপ্রিয় ‘ খেলা হবে ‘ শ্লোগান। পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগানকে নিজেদের নির্বাচনী স্লোগান বানিয়ে ফেলেছে। বড়, ছোট, মাঝারি সব নেতার মুখেই এই শ্লোগান। স্লোগানটি বেশ প্রভাব ফেলেছে সাধারণ নাগরিকদের উপরও।
মজার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা যাঁরাই পশ্চিমবঙ্গে এসেছেন, তাঁদের মুখেও শোনা গেছে এই শ্লোগান। তবে সেই স্লোগানের আঁচ গিয়ে পড়ল এবারে আসামেও! প্রায় সব দলই নিজেদের প্রচারে ব্যবহার করছে স্লোগানটি।