দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিএএ ও এনআরসি নিয়ে ফের প্রশ্ন তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ‘আমার মা–বাবার সার্টিফিকেট চাইলে আমি কোথা থেকে দেব?’ কলকাতার এশিয়াটিক সোসাইটি হলে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির একটি যৌথ গবেষণাপত্র অনুষ্ঠানে যোগ দিয়ে অমর্ত্য সেন আরও বলেন, ‘সিএএ, এনআরসি ও এনপিআরের নামে যা হচ্ছে, তা অসাংবিধানিক। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। হিন্দু-মুসলমান রাজনীতি করা হচ্ছে, যা অনভিপ্রেত।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps