Saturday, March 15, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ক্যাব আন্দোলন : কোনা এক্সপ্রেসওয়েতে দশটি গাড়িতে ও মুর্শিদাবাদে পাঁচটি ট্রেনে আগুন ধরিয়ে দিল বিক্ষোভকারীরা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ক্যাব ও এনআরসি আন্দোলনের জেরে তেতে উঠেছে গোটা রাজ্য। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, ইটবৃষ্টি, বাসে আগুন পরের পর ঘটনাক্রমে বিপর্যস্ত হাওড়ার জনজীবন। কোনা এক্সপ্রেসওয়ের উপর মোট দশটা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আচমকা অশান্তির মধ্যে পড়ে প্রাণের দায়ে ছোটাছুটি শুরু করেন বাসের যাত্রীরা।

এ দিন সকালে হাওড়ার সলপ মোড়ে জমা হন বিক্ষোভকারীরা। শুরু হয় অবরোধ। রাস্তার উপরেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। থমকে যায় যানবাহন। পুলিশ গিয়ে তাঁদের হটিয়ে দেওয়ার চেষ্টা করা হলে জনতা পুলিশ খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নেয় কোনা এক্সপ্রেসওয়ে। অবরোধ তুলতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস শেল ছোড়ে পুলিশ।

এদিকে মুর্শিদাবাদের কৃষ্ণপুর স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা। এই পাঁচটি ট্রেনের মধ্যে তিনটি লোকাল ট্রেন, অন্য দুটি হল লালগোলা প্যাসেঞ্জার ও হাজারদুয়ারি এক্সপ্রেস। অন্যদিকে মালদহের হরিশ্চন্দ্রপুর স্টেশনে ডাউন মালদহ কাটিহার লোকাল ট্রেনেও একদল বিক্ষোভকারী এদিন বিকেলে হামলা চালায়।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!