Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ব্যালটে ভোট, তামিলনাড়ুর পঞ্চায়েত নির্বাচনে হারের পথে বিজেপি-র শরিক এআইডিএমকে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তামিলনাড়ুতে স্থানীয় নির্বাচনে হারের পথে বিজেপি-র শরিক এআইডিএমকে। এখনও পর্যন্ত ৫০৬৭ পঞ্চায়েত ইউনিয়নের মধ্যে ২১৩১টিতে এগিয়ে ডিএমকে সমর্থিত প্রার্থীরা। এছাড়া ৫১৫টি জেলা পঞ্চায়েতের মধ্যে ২৩৪টিতে এগিয়ে ডিএমকে।

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

গত ২৭ থেকে ৩০ ডিসেম্বর পঞ্চায়েত ভোট হয়েছে তামিলনাড়ুতে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে তার গণনা। আজ দ্বিতীয় দিনে পড়েছে ভোটগণনা। সারা রাত ধরেই এই গণনা চলেছে। সিসিটিভি ক্যামেরার নজরদারিতে এই গণনা চলছে। কড়া নিরাপত্তায় রাজ্যে মোট ৩১৫ টি কেন্দ্রে ভোট গোনা হচ্ছে।

ভোট হয়েছে মোট ২৭ জেলায়। সুপ্রিমকোর্টের নির্দেশে রাজ্যে আরও ন’টি জেলা তৈরি করা হয়েছিল। সেখানে ভোট হয়নি। এবার ভোটে ইভিএম ব্যবহার করা হয়নি। তার বদলে ব্যবহৃত হয়েছে চার রঙ-এর ব্যালট পেপার। মোট ৯১,৯৭৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২ লক্ষ ৩১ হাজার প্রার্থী।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ঝাড়খণ্ড নির্বাচনে হারের কারণ হিসাবে নাগরিকত্ব আইনের প্রভাবকে নাকচ করেছিল বিজেপি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন আইনের প্রভাব পড়েছিল ঝাড়খণ্ডে। পাশাপাশি বিজেপি ভেবেছিল এই আইন থেকে তারা ফায়দা তুলবে যা বুমারাং হয়। এবার সেই একই কারণেই তামিলনাড়ুতে হারছে বিজেপি-র শরিক।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!