দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারে ভোটের তারিখ যত এগিয়ে আসছে, ততই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ধীরে ধীরে গরমও হয়ে উঠছে রাজ্যটির রাজনীতির ময়দান। সূত্রের খবর, এইবার বিহারের নির্বাচনে এন্ট্রি নিচ্ছে চন্দ্রশেখর আজাদের ভীম আর্মিও।
নিজেকে ‛রাবণ’ দাবি করা চন্দ্রশেখর ‛আজাদ সমাজ পার্টি’র পতাকা তলে বিহারের সব আসনেই নির্বাচন লড়তে চলেছেন। তিনি এও জানিয়েছেন কোনও পার্টির সঙ্গেই তিনি জোটবদ্ধ হবেন না। উল্লেখ্য, আসাদউদ্দিন ওয়েসীর মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনও (মিম) ৩৪ আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে।