Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

‘‌মিম একটা বিষ মাখা খাবার, বিষ খাবেন না’‌: সিদ্দিকুল্লা চৌধুরী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) বিজেপির বি-টিম বলে একাধিকবার আক্রমণ করেছে তৃণমূল। যদিও মিম যে বিদেপির বি টিম নয় তা প্রমাণ হয়েছে বিহার বিধানসভা ও হায়দরাবাদ পুরসভা নির্বাচনের পর। রবিবার রাজ‍্যে এসেছিলেন মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েসী। তারপর তিনি ফুরফুরায় গিয়ে জানান রাজ‍্যে আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে নির্বাচনে লড়বে মিম। এর পরেই সংখ্যালঘু ভোট নিয়ে ঘুম উড়ছে তৃণমূলের‌।

রবিবার সিউড়ির ইদগাহ মাঠে গণবিক্ষোভ সভা করে জমিয়তে উলেমায়ে হিন্দ। সেখানে মূল বক্তা ছিলেনজমিয়তে-উলেমায়ে হিন্দের রাজ্য সভাপতি তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। কেন্দ্র সরকার এবং মিমকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘আজকের দিনটি বড় দুঃখের। কারণ হায়দরাবাদ থেকে মিম নামে একটি পাখি উড়ে এসেছে। এটাও একটা বিষ মাখা খাবার। বাংলার জন্য আমরাই যথেষ্ট। হায়দরাবাদের মৌলবির দরকার নেই। দিদিকে বিরক্ত করতে বিজেপি‌র দালালি করতে মিমের আবির্ভাব হচ্ছে।’

Leave a Reply

error: Content is protected !!