দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাজ্যে শক্তি বাড়ানোর ইঙ্গিত দিতে চলেছে আসাদউদ্দিন ওয়েসীর মিম। জানুয়ারি মাসে ব্রিগেডে সমাবেশ করার তোড়জোড়ও শুরু করে দিয়েছে হায়দরাবাদের দলটি। জানুয়ারির শুরুতেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করতে চায় মিম। শুধু সমাবেশ করাই নয়, রাজ্যে পুরসভা নির্বাচনেরও প্রচারও শীঘ্রই শুরু করবে তারা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
মিমের নেতারা বলছেন, জানুয়ারির ব্রিগেড সমাবেশে ৮-১০ লক্ষ মানুষের জমায়েত করার লক্ষ্য নিয়েছে তাঁদের পার্টি। ইতিমধ্যেই নাকি সংগঠনের কাজ অনেকটা সেরে ফেলেছেন তারা। ব্রিগেডের সভা থেকেই পুর নির্বাচনের প্রচারও শুরু করতে চায় মিম। পুরুলিয়া ও দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি ২১ জেলার প্রায় সব ব্লকে সংগঠন তৈরি হয়ে গিয়েছে বলেও দাবি মিমের।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন