দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনে বড়রকমের সফলতা পেল আসাদউদ্দিন ওয়েসীর মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (মিম)। খাতা খুলেই ৫ আসনে জয়ী হয়েছে মিম।
আমোর বিধানসভা থেকে জয়ী হয়েছেন মিম প্রার্থী তথা বিহারের মিম সভাপতি আখতারুল ঈমান। তার প্রাপ্ত ভোট ৪৫৯৫৮। জকিহাট বিধানসভা থেকে জয়ী হয়েছেন শাহনওয়াজ আলম। তার প্রাপ্ত ভোট ৫৯০৯২।
এছাড়া বৈসি বিধানসভা থেকে জয়ী হয়েছেন সৈয়দ রুকনউদ্দিন। তার প্রাপ্ত ভোট ৫০৬৭৩। বাহাদুরগুঞ্জ বিধানসভা থেকে জয়ী হয়েছেন মুহাম্মদ আনজার নায়েমী। তার প্রাপ্ত ভোট ৪০০৭১। এবং কোচাধাম বিধানসভা থেকে জয়ী হয়েছেন মুহাম্মাদ ইজহার আসফি। তার প্রাপ্ত ভোট ৫৬২৩৮।