Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

২০২১ বিধানসভার লক্ষ্যে মিম-এর দঃ ২৪ পরগনা জেলা কর্মী সম্মেলন

সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর: বাংলায় বিধানসভা ভোটকে ঘুটি সাজাচ্ছে প্রত্যেটি দল। বাদ নেই হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসীর দল মিমও। বিধানসভার লক্ষ্যে আজ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মমতা প্যালেস মিম কমিটির ডাকে এক কর্মী সম্মেলন উনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হায়দাব্রাদের প্রাক্তণ মেয়র এবং পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক মাজিদ হোসেন সহ মিম কর্মীরা। জানা গেছে, ২০২১ বিধানসভার লক্ষ্যে জোরদার ভাবে দলকে নিয়ে ঝাপাতে আলোচনা হয়।

 

Leave a Reply

error: Content is protected !!