দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমে প্রতিটি সরকার পরিচালিত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছেন অসমের বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, মাদ্রাসা বন্ধ করার জন্য সরকারি বিজ্ঞপ্তি জারি হবে আগামী মাসেই।
মন্ত্রী বলেন, “সরকারের টাকায় কোনও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। আমরা নভেম্বরে এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করব। তবে বেসরকারি উদ্যোগে পরিচালিত মাদ্রাসাগুলি সম্পর্কে আমাদের কিছু বলার নেই।”
গত ফেব্রুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন, কেবল সরকার পরিচালিত মাদ্রাসা নয়, সংস্কৃত টোলগুলিও বন্ধ করে দেওয়া হবে। কারণ ধর্মনিরপেক্ষ দেশে সরকারের টাকায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। কিন্তু বৃহস্পতিবার তিনি বলেন, “সংস্কৃত টোলের ব্যাপারটা আলাদা।”
তাঁর বক্তব্য, “সরকার পরিচালিত টোলগুলি সম্পর্কে অভিযোগ, সেগুলি স্বচ্ছভাবে পরিচালিত হয় না। আমরা এই ব্যাপারটা দেখছি।” অসমে ৬১৪ টি সরকার পরিচালিত মাদ্রাসা আছে। বেসরকারি পরিচালনাধীন মাদ্রাসার সংখ্যা ৯০০।