দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ২০ মিনিটের ভাষণে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে সবার মধ্যে মতৈক্য হওয়া এবং সবাই একজোট হওয়া প্রয়োজন। কারণ, মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সন্ত্রাসবাদ।
রাষ্ট্রসংঘের সন্ত্রাসবাদ বিরোধী মিশনে ভারত থেকে নিহতের সংখ্যা যে সবচেয়ে বেশি সে তথ্যও নিজের ভাষণে তুলে ধরেন মোদী। এর মধ্য দিয়ে ভারতের পক্ষ থেকে গোটা বিশ্বকে সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন মোদী। শান্তির পথে ভারতের ঐতিহ্য বর্ণনা করে মোদী বলেন, ‘‘ভারত বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছে।’’ সন্ত্রাসবাদ মানবতার যে ক্ষতি করছে তার বিরুদ্ধে বিশ্ববাসীকে ক্ষোভে জ্বলে উঠতে হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।